বেহাল দশা জাতীয় সড়কের, অবরোধ বাসিন্দাদের

0
39

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের আদ্রাগুড়ি গ্রামের সাধারন মানুষ সোমবার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । তাদের দাবি বালি বোঝাই ট্রাক এই দিক দিয়ে যাওয়ার ফলে রাস্তার অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে।

damaged road | newsfront.co
ভারি যান চলায় রাস্তার বেহাল দশা। নিজস্ব চিত্র

তার জেরেই ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকলেও কিছু বলে না। কিন্তু বালি বোঝাই গাড়িগুলি এই বাঁধের উপর দিয়ে বিপজ্জনক ভাবে যাওয়ায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে।

Nitu Khan | newsfront.co
নিতু খাঁ বাসিন্দা। নিজস্ব চিত্র

এদিকে তাদের দাবি রাস্তা সারাই করে দিতে হবে । শুধু তাই নয় সেখানে যেন কোন বালি না পড়ে থাকে। কারন বালি পরে থাকলে প্রচণ্ড ধুলো হয়। যার ফলে ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষের প্রচণ্ড কষ্ট হয়। পাশাপাশি এক বাস চালক জানান, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এই ইসলামপুর শিলিগুড়ি রুটের জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়েছে।

আরও পড়ুনঃ পাম্প বিকল হওয়ায় ব‍্যাপক জল কষ্টে ভুগছেন আবাসনের আবাসিকরা

তাদের অভিযোগ যে বালি বোঝাই ট্রাক যাওয়ার ফলে আজকে রাস্তার এই অবস্থা। মহানন্দা নদী থেকে বালি তুলে ট্রাকগুলো ওই বাঁধের রোড দিয়ে যায় বলেই ৩১ নম্বর জাতীয় সড়কে উঠায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে।

দীর্ঘ এক বছর ধরে রাস্তার এই অবস্থা বলে জানান স্থানীয় বাসিন্দা থেকে ট্রাক চালক এমনকি বাসের চালকও। যার ফলে যখন তখন মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে। আর কবেই বা এ রাস্তার অবস্থা ঠিক হবে এখন সেই দিকেই তাকিয়ে বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here