নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আবহে আলিপুরদুয়ারের জয়গাঁয় তরিবারি এলাকায় আটকে ২০ জন পরিযায়ী শ্রমিক। তার মধ্যে ১৮ জন অসমের কোকড়াঝাড় জেলার এবং দুই জন আলিপুরদুয়ারের রায়ডাক এলাকার বাসিন্দা। নদী পথে পায়ে হেঁটে ঘরের উদ্দেশ্যের রওনা দিয়েছিলেন। চলে এসেছিলেন কালচিনি চূয়াপাড়া অবধি। কিন্ত শেষ রক্ষা হল না। চূয়াপাড়া এলাকার বাসিন্দারা তাদের আটকে দেয় এবং খবর দেয় কালচিনি থানার পুলিশকে।
উল্লেখ্য, ভুটানের পাশাখা শিল্পাঞ্চলের জুস ফ্যাক্টরিতে কর্মরত ছিল এই ২০ জন পরিযায়ী শ্রমিক। লকডাউন চালু হওয়ার ফলে বন্ধ হয়ে যায় তাদের কাজ। তারা আটকে পড়ে ভুটান সীমান্ত জয়ঁগা তরিবারি এলাকায়। এতদিন খুব সমস্যার মধ্যে দিন কাটছিল তাদের। অবশেষে পেটের জ্বালা সহ্য করতে না পেরে তারা ঘরে ফেরার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ পাট গুদামে কাজ শুরুর দাবি শ্রমিকদের
বুধবার ভোর চারটে নাগাদ নদী পথে অসমে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেটেই তারা রওনা দেন। কালচিনির চূয়াপাড়া চা বাগানের এয়ারফিল্ড অবধি তারা চলে আসেন। সেখানে পরিযায়ী শ্রমিকদের খাওয়ানোর ব্যবস্থা করেন। পরে পুলিশ এসে ওই ২০ জন শ্রমিককে উদ্ধার করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584