নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দীর্ঘ বছর থেকে বন্ধ সরকারী বাস পরিষেবা।আলিপুরদুয়ার জেলার গুরুত্বপূর্ন জনপদ গুলির মধ্যে অন্যতম চা বাগানের সাথে যোগাযোগ ব্যবস্থা।
কুমারগ্রাম ব্লকের অধীনে তুততুরি,রহিমাবাদ,জয়ন্তী,ফাঁসখাওয়া,চুনিয়াঝোড়া এই চা বাগানগুলি রয়েছে ।দীর্ঘ কয়েক বছর থেকে সারকারি বাস পরিষেবা থেকে বঞ্চিত কয়েক লক্ষ মানুষ।
জানা গেছে,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস ২০১৩ সাল অবধি চলেছিল। বাসটি আলিপুরদুয়ার থেকে শামুকতলা হয়ে হাতিপোতা রহিমাবাদ ,ফাঁসখাওয়া , চুনিয়াঝোড়া পর্যন্ত যেত।সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ ২০১৩ সাল থেকে বন্ধ হয়ে গেল পরিবহণ নিগমের বাস পরিষেবা।
বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। পাঁচ বাগানের একমাত্র ভরসা হল ছোটো গাড়ি,কোথাও আবার সেই পরিষেবা নেই। বাস পরিষেবা বন্ধ এলাকার মানুষের দাবী এই রুটগুলিতে খুব জরুরি সরকারী বাস চালুর উদ্যোগী গ্রহণ করুক পরিবহণ নিগম সংস্থা।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
পাঁচটি এলাকার বাসিন্দাদের দাবী,সরকারী বাসের সুবিধে পেলে যোগাযোগটা উন্নত হবে কাজের ক্ষেত্রেও উন্নত হবে বলে তাদের মত।এছড়া ছোটো ছোটো গাড়িগুলো থেকে দুরব্যবহার ছাড়া কিছুই পাওয়া যায়না।ভাড়া ক্ষেত্রেও অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ।
ফাঁসখাওয়া এলাকার বাসিন্দা প্রয়োজিৎ সরকার জানান, “সরকারী বাস চলত বর্তমানে সেটি নেই যোগাযোগ ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। আলিপুরদুয়ার থেকে কোন গাড়ি আসে না ফাঁসখাওয়া অবধি।ছোট ছোট গাড়ি গুলো রবিবার করে আসে এছাড়া কোনদিন গাড়ি মেলা খুব মুশকিল হয়ে যায়।জেলা প্রশাসন বিষয়টি উদ্যোগী নিয়ে এই রুটে বাস চালানোর ব্যবস্থা করুক।”
এই বিষয়ে চুনিয়াঝোড়া এলাকার শিক্ষিকা ফাল্গুনী ভৌমিক জানান,”এলাকার বহু কলেজ পড়ুয়াদের পড়াশোনা জন্য শামুকতলা, আলিপুরদুয়ার কলেজে পড়তে যায় তাদের যেমন সমস্যা হয়,সাধারণ মানুষের শহরে নিত্যদিন চলাফেরা করে তাদের ও বড় সমস্যা মধ্যে পড়তে হচ্ছে।এছড়াও এই এলাকায় যে সমস্ত শিক্ষক শিক্ষকারা বিদ্যালয়ের আসেন তাদের বাস গাড়ি না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত।বিদ্যালয়ের আসতে দেরি হয়,দীর্ঘ সময় অপেক্ষা করে থাকলেও গাড়ি পাওয়া যায় না।প্রসাশন উদ্যোগ গ্রহণ করে সরকারী বাস চালু করলে প্রচুর সাধারণ মানুষের খুবই উপকার হবে।”
বিষয়টি নিয়ে চুনিয়াঝোড়া পঞ্চায়েত সদস্য অনিতা তিরকে বলেন,”সরকারী বাস নেই দীর্ঘ ২০১৩ সাল থেকে এই বাগান এলাকায় সরকারী বাস পরিষেবা খুব গুরত্বপূর্ণ। আমরা আবেদন করব উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাছে সরকারী বাস চালুর জন্য।”
আরও পড়ুনঃ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় কাটমানির অভিযোগ বাসিন্দাদের
এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বোর্ড অফ ডাইরেক্টরসের সদস্য মৃদুল গোস্বামী বলেন,”একটি গাড়ি আমাদের চলে হাতিপোতা পর্যন্ত।যদি ডিমান্ড থাকে তাহলে আমরা চিন্তা ভাবনা করব গাড়ি চালানো যায় কি না।আমরা ফাঁসখাওয়া, চুনিয়াঝোড়া,জয়ন্তী রহিমাবাদ এলাকায় গাড়ি চালানোর ট্রাই নেব।বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে কথা বলব ডিমান্ড থাকলে আমরা গাড়ি অবশ্যই চালাবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584