সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের সামনের রাস্তা মহতাব রোডের হাল অত্যন্ত খারাপ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় গর্ত এবং সেই গর্তে জল জমে দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় বলে সাধারণ মানুষের অভিযোগ।দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল হচ্ছে দেখেও প্রশাসনের তরফে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।অথচ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার অন্যতম প্রধান রাস্তা।এই রাস্তাতেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যাম্পাস ক্যাম্পাস এবং প্রশাসনিক ক্যাম্পাসে যাওয়া যায়।কেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হচ্ছে না তা নিয়ে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।
দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে রাস্তার পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে এসেছে।আবার কোথাও পাথর সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।ভারী বৃষ্টি হলে গর্তগুলিতে এমনভাবে জল জমে যায় যে পথচারীদের পক্ষে হেঁটে অথবা সাইকেলে যাওয়া সমস্যার হয়ে যায়।এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তা মেরামত করার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও কোনো উত্তর মেলেনি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যদিও বর্ধমান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (জঞ্জাল) খোকন দাস বলেন, শহরের বেশ কিছু রাস্তার সংস্কার দরকার। সেগুলি পুরসভার নজরে আছে।বর্ষার পরেই রাস্তাগুলির সংস্কার করা হবে।
আরও পড়ুনঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত অস্থায়ী বিদ্যুৎ কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584