নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় কোয়ারেন্টাইনে কয়েকজনকে রাখতে গিয়ে শনিবার বিকেলে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে।
জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের এক ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়েছে বলে উড়িষ্যার স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে। তিনি শহরের একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন বলে জানা যায়। ইতিমধ্যে ওই নার্সিং হোমের ৪০ জন ডাক্তার ও নার্সকে কোয়ারেন্টাইন করে বিভিন্ন স্থানে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেও দোকানে দুঃসাহসিক চুরি, আতংকিত এলাকাবাসি
সেরকমই এদিন বন্ধ থাকা বসুমতি লজে পুলিশ কয়েকজন নার্সকে রাখতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। তাঁরা দাবি করেছেন কোনো ভাবেই এখানে কোয়ারেন্টাইন করা যাবে না। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পুলিশের সঙ্গে গোলমাল বেধে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতির সামাল দেয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584