নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ধুলা দূষণের হাত থেকে রেহাই পেতে বৃহস্পতিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের লংকাপাড়ায় ধর্মঘটে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের বর্তমানে মূল সমস্যা রাস্তায় ধুলো। এছাড়াও রয়েছে পানীয় জল এবং রাস্তার সমস্যা। প্রাসানিক দফতরের আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। রাস্তার বেহাল অবস্থার ফলে যাতায়াতের সমস্যার পাশাপাশি প্রচন্ড ধুলায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।
বাসিন্দাদের অভিযোগ,রাস্তা দিয়ে গাড়ি চলার সময় ধুলায় ঘর বাড়ি ধুলায় ঢেকে যায়।প্রায় প্রতিটি বাড়িতেই সর্দি কাশি লেগেই আছে।অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। অথচ রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা নেই।সারাদিন প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এছাড়াও জলের সমস্যা ভয়াবহ।পানীয় জল আনতে হয় দূর দুরন্ত থেকে।দীর্ঘদিনেও এই সমস্যা না মেটায় এক প্রকার বাধ্য হয়ে এই আন্দোলনের পথে নামতে হল।এমনিই দাবী স্থানীয় বাসিন্দা দের।বিডিও সুমন সৌরভ মোহান্তি জানান,সাময়িক ভাবে রাস্তার জল দেবার ব্যাবস্থা করা হবে।তবে পি ডাব্লিউ ডি কাজ শুরু করার পর তা নিয়মিত হবে।
আরও পড়ুনঃ বকেয়া মহার্ঘ্য ভাতা, আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584