গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি স্টেশনে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর পদার্পণের স্মৃতি স্মরণ করে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় নাগরিকবৃন্দ। জানা যায়, জলপাইগুড়িতে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে ১৯৩৯ সালের ৪ ফেব্রুয়ারি রাত্রি ৮ টা নাগাদ জলপাইগুড়ি স্টেশনে আসেন সুভাষ বসু। এই স্মৃতি স্মরণে দিনটি উদযাপনে আজ স্টেশনে সমবেত হয়েছিলেন নবীন-প্রবীণ প্রজন্মের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্জ্বলন করে দিনটিকে স্মরণ করার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন প্রবীণ নাগরিক বাদল দত্ত, নাট্যব্যক্তিত্ব অশোক হালদার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে খুসবু আগরওয়াল, জ্যোতি আগরওয়াল, শিবু আগরওয়াল ছাড়াও অনুপমা সেন-সহ স্থানীয় নাগরিকবৃন্দ।
আরও পড়ুনঃ কোচবিহারে হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে সচেতনতামূলক প্রচার
এদিন সন্ধ্যায় নেতাজির জলপাইগুড়ি পদার্পণের ইতিহাস গত বিভিন্ন তথ্য সকলের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক বাদল দত্ত, সাংবাদিক অরুন কুমার নতুন প্রজন্মের কাছে নেতাজী সুভাষ চন্দ্রের সমাজ গঠন ও সামাজিক দায়বদ্ধতার ভাবনা সম্পর্কে বক্তব্য রাখেন। সেই সঙ্গে অন্যান্যরাও এই দিনটির গুরুত্ব সম্পর্কে জেনে অভিভূত হন বিশেষ করে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা। তারাও এই দিন এ বিষয়ে নানান খুঁটিনাটি প্রশ্ন করেন নেতাজির জলপাইগুড়ির পদার্পণ সম্পর্কে জানতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584