গাছ কাটার অভিযোগে রিসোর্ট মালিককে ঘেরাও করলো স্থানীয়রা

0
81

পিয়ালী দাস,বীরভূমঃ
৩০০ টি গাছ কেটে নেওয়ার অভিযোগে রির্সোট মালিককে ঘেরাও করলো স্থানীয় বাসিন্দা সহ বেশ কিছু শিল্পী।ঘটনাটি ঘটেছে বোলপুর শান্তিনিকেতন থানা এলাকার সোনাঝুরি জঙ্গলে। অভিযোগ সেখানে বেআইনি ভাবে গড়ে উঠেছে একটি লজ,নিজের সুবিধার্থের লজের সামনে থাকা প্রায় ৩০০ টি গাছ কেটে নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল।

Local people surrounded resorts owner
নিজস্ব চিত্র

এই রিসোর্টের বিরুদ্ধেই গত দু’মাস আগে অভিযোগে উঠেছিল বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে নগ্ন ছবি তোলা হয়।সেই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়,বেশ কিছুদিন রিসোর্টটি বন্ধ থাকার পর ফের চালু হয়। শনিবার বিকেল নাগাদ আচমকাই কয়েকশো এলাকাবাসী সহ বেশ কিছু শিল্পী রিসোর্ট এর মালিক কে ঘেরাও করে।কেন গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সোনাঝুরি হাটে যে ব্যবসায়ীরা সোনাঝুরি জঙ্গলের ঐতিহ্য বজায় রেখে প্রত্যেক দিন বিকেলে হাটে নিজেদের পসরা নিয়ে বসে এবং বিকিকিনি করে এমনই এক ব্যবসায়ী ও শিল্পী মহম্মদ মহিম দাবি করেন, “দীর্ঘদিন ধরে ওই রিসোর্টের মালিক গণেশ ঘোষ কে আমরা বলে আসছি যে রিসোর্ট এর মধ্যে কোন অসামাজিক কাজকর্ম সহ গাছের উপর অত্যাচার বা গাছ কেটে নেওয়া করবেন না।বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি শোনেননি।নিজের মর্জি মতো, নিজের খেয়াল খুশি মতো রিসোর্টে যথেষ্ট পরিমাণে অসামাজিক কাজকর্ম শুরু করে দেন। বারবার ব্যবসায়ীদের তরফ থেকে বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি,তাই আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা রিসোর্টের মালিককে ঘিরে বিক্ষোভ দেখায়।”
উত্তেজিত জনতার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে রিসোর্ট এর মালিক।এক যুবক অভিযোগ করেন,সোনাঝুরি জঙ্গলকে নষ্ট করছে এ রিসোর্টটি।হামেশাই জঙ্গলের বিভিন্ন চত্বরে একাধিক মদের বোতল পড়ে থাকতে দেখা যায়, তিনি আরও মারাত্মক অভিযোগ করেন, দিনের পর দিন সন্ধে হলেই ওই রিসোর্টে শুরু হয়ে যায় দেহ ব্যবসা।এভাবে যদি নোংরা আবর্জনা ও দেহ ব্যবসায় সোনাঝুরি জঙ্গল ভরে যায় তাহলে তো খোয়াই সোনাঝুরি জঙ্গল ও শান্তিনিকেতনের মাধুর্য শেষ হয়ে যাবে।যদিও রিসোর্ট এর মালিক গণেশ মণ্ডল দাবি করেন, “স্থানীয় মানুষজনরা যে অভিযোগ তুলছেন তা পুরো ভিত্তিহীন,কিছু ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্যই আজকে এই বিক্ষোভ দেখিয়ে আমাকে এবং আমার ছেলেকে মারধর করা হয়।”
এই শান্তিনিকেতনের খোয়াই সোনাঝুরি জঙ্গলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে একবার হলেও প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখতে যান।তিনি বার বার বলেছেন এই খোয়াই কে সংরক্ষণ করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ নির্বিচারে চোরাকারবারিদের বৃক্ষচ্ছেদন,উদাসীন প্রশাসন

কোন ভাবেই যেন গাছ কেটে সৌন্দর্য নষ্ট না হয় সে বিষয়টা নজরে রাখতে হবে।তবে এমন ঘটনা সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করেছে।শেষ খবর পাওয়া অবধি শান্তিনিকেতন থানায় বিষয়টি নিয়ে কোনো অভিযোগ হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here