নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ঝাড়খন্ড ৮০ নম্বর জাতীয় সড়ক থেকে ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক যাওয়ার যোগাযোগের রাস্তার উপর দিয়ে দিনে রাতে চলে হাজার হাজার ছাই ভর্তি গাড়ি। আর এই ছাই ভর্তি গাড়ি যাতায়াতের ফলে রাস্তায় উড়ছে ধুলো।
আর সেই ধুলো উড়ার জন্য চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পথচলা সাধারণ মানুষ থেকে শুরু করে ফরাক্কা এনটিপিসি মোড়ের দোকানদারদের। স্থানীয় এলাকাবাসী দের দাবি, ফরাক্কা এনটিপিসি অ্যাশপন্ট থেকে যে সব ছাইয়ের গাড়ি লোড হয় সেই সব ছাই ভর্তি গাড়ি গুলো ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে যাওয়ার পথে প্রচন্ড হারে ধুলো উড়িয়ে যায়।
আরও পড়ুনঃ কৃষি আইন বাতিলের দাবিতে নারায়ণগড়ে রাস্তা অবরোধ বামপন্থী কৃষক সংগঠনের
আর এই ধুলোতে সাধারণ মানুষ থেকে শুরু করে ফরাক্কা এনটিপিসি মোড়ের দোকানদার দের চরম সমস্যার মধ্যে পড়তে হয়, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি, যাতে একটা সময়ের মধ্যে এই ছাই ভর্তি গাড়ি গুলোকে যাতায়াত করতে দেওয়া হয়, যাতে ব্যবসাদাররা ঠিক ভাবে ব্যবসা করতে পারে।
আরও পড়ুনঃ পাটছড়া গ্রামে ভোট বয়কটের ডাক দিয়ে, গ্রামবাসীরা নিজেরাই তৈরি করছে রাস্তা
এই রাস্তায় দুই বেলা রীতিমতো জল দেওয়া হলেও সেই রকম ভাবে কোনো লাভ হয় না। আর এই বিষয়ে ফরাক্কা তৃণমূল ব্লক সভাপতি এজারত আলী জানান, “এই পুরো বিষয় উপর মহলে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584