গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
ওদলাবাড়ি রাজ্য সড়ক ভেঙে তৈরি হচ্ছে ফোর লেনের রাস্তা৷ দ্রুত গতিতে চলছে সেই রাস্তা তৈরির কাজ। কাজ প্রায় শেষের দিকে । সব ঠিকঠাক চললেও রাস্তা তৈরি ঘিরে সমস্যায় সাধারণ মানুষ।
কারণ রাস্তা তৈরির জন্য পুরো এলাকা ধুলোয় ভরে গেছে। রাস্তা দিয়ে হাটা চলা মুশকিল হয়ে গেছে সাধারণ মানুষের। এতটাই ধুলো এলাকায় যে, পথ চলতে কিছু দেখা যাচ্ছে না।
ধুলোর কারণে রাস্তার আশেপাশের দোকান- পাট বন্ধ হয়ে গেছে। রাস্তা দিয়ে হাটাচলা করতে পারছে না এলাকাবাসী । পথ চলতি মানুষের দাবি, গত কয়েকদিন যাবত ধুলো এতটাই হচ্ছে যে রাস্তা দিয়ে আর যাতায়াত করা যাচ্ছে না।
আরও পড়ুনঃ জনসচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা মাসের সূচনা ডায়মন্ড হারবারে
রাস্তায় যদি জল দেওয়া হতো তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। এই ধুলোর জন্য অসুখ বিসুখ হওয়ারও সম্ভাবনা রয়েছে ।
এ বিষয়ে ঠিকাদার সংস্থার ম্যানেজার তসলিম আনসারি বলেন, “আগে আমরা জল দিয়েছি কিন্তু এখন রাস্তায় পিচিং হচ্ছে তাই জল দেওয়া যাবে না। ওই সব অন্য গাড়ির ধুলো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584