বন্ধ জল নিকাশি ব্যবস্থা, ভোট বয়কটের ডাক গড়কমলপুরে

0
86

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে জল নিকাশি ব্যবস্থা। বারবার ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হওয়ার পরেও কোনরকম সুরাহা না হওয়ায় এবার ভোট বয়কটের ডাক দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গড়কমলপুর গ্রামের বাসিন্দারা।

board | newsfront.co
নিজস্ব চিত্র
tilok kumar chakraborty | newsfront.co
তিলক কুমার চক্রবর্তী ৷ নিজস্ব চিত্র

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গড়কমলপুর গ্রামের জল নিকাশি ব্যবস্থা । যার ফলে বর্ষার সময় হাঁটু জল পেরিয়ে পারাপার করতে হয় গ্রামবাসীদের।

seikh jamal | newsfront.co
শেখ জামাল, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

এমন পরিস্থিতিতে এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন গোটা গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে গ্রামের বিভিন্ন প্রান্তে ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীরা পোস্টার টাঙিয়ে দেয়।

আরও পড়ুনঃ উন্নয়ন সেই তিমিরেই! ভোটবাবুরা আসেন ভোটের আগে প্রতিশ্রুতি দিতে

রীতিমতো আলোড়ন পড়ে যায় এলাকার রাজনৈতিক মহলে ৷অন্যদিকে গোটা ঘটনাকে চক্রান্ত বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী তিলক কুমার চক্রবর্তী ৷ তিনি বলেন বিজেপির উস্কানিতে এই ঘটনা ঘটেছে ৷ আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো এবং একসাথে বসে তা মিটিয়ে নিতে পারব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here