নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার আড়াই মাইল এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সংশ্লিষ্ট এলাকায় গ্রামে ঢোকার মুখের কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের ফলে মাদারিহাট–ফালাকাটা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশের সহযোগিতায় পথ অবরোধ উঠে যায়। অবরোধকারী বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মূল সড়ক থেকে গ্রামে ঢোকার রাস্তাটি।
আরও পড়ুনঃ উত্তপ্ত নন্দীগ্রাম! শহীদ বেদীতে মালা দিতে বাধা শুভেন্দুকে
বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বলা সত্বেও সংস্কার না করায় বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দন বিশ্বাসের দাবি, বিরোধী দলের সদস্য হওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার এলাকায় কাজ করানো হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584