নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ
চোখের সামনে মেয়ের শ্লীলতাহানি দেখে চুপ থাকতে পারেননি মা। তাই মেয়েকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন তিনি। সেই কারণেই খুন হতে হল হাওড়ার বাগনানের ওই মহিলাকে। এই ঘটনায় বুধবার তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কুশ বেরা।
পুলিশ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সামনে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। অভিযুক্ত তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হল। বুধবার রাতেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুনঃ বেসরকারি স্কুলে ফি কমানোর দাবীতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অভিভাবক সংগঠনের
এই ঘটনায় অবশ্য গেরুয়া শিবির আক্রমণে বিদ্ধ করেছে তৃণমূলকে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ সৌমিত্র খাঁ। অপরাধীদের গ্রেফতারের দাবিতে বাগনান থানার সামনেও শুরু হয় বিক্ষোভ। পরে সৌমিত্র খাঁর নেতৃত্বে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়ার এসডিপিও। তিনি সেখানেই ওই ছাত্রীর এফআইআর নেন। পরে হাওড়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত কুশ বেরাকে। তার সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ সহকর্মীর মৃত্যু নিয়ে দিলীপের রাজনৈতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ পার্থর
সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাড়ির ছাদে বসেছিলেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। একটু বেশি রাত হতেই বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে আসে কুশ বেরা ও আরও একজন। এরপর তাঁরা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। দুষ্কৃতিরা তাঁর দিকে এগিয়ে এলেই চিৎকার শুরু করেন তরুণী। মেয়ের চিৎকার শুনে তড়িঘড়ি ছাদে উঠে আসেন তাঁর মা। অভিযোগ তখনই ওই দুষ্কৃতীরা মাকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে ছুটে পালায়। বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে যান মা। মাথায় একাধিক আঘাতও লাগে তাঁর।
পুলিশ জানায়, এই ঘটনার পর ওই তরুণীর মাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাঁকে উলুবেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ওই মহিলার। এরপর বুধবার সকালেই মৃত্যু হয় তাঁর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584