কোচবিহারে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডেপুটেশন কর্মসূচি

0
44

মনিরুল হক,কোচবিহারঃ

১২ দফা দাবিকে সামনে রেখে জেলাশাসকের করণে অবস্থান বিক্ষোভ করলো বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ১২ ই জুলাই কমিটি।এদিন তারা বিক্ষোভের পাশাপাশি জেলাশাসকের কাছে একটি ডেপুটেশনও দেন।

নিজস্ব চিত্র

বৃহস্পতিবার কোচবিহার ব্রাহ্মমন্দির সংলগ্ন সুনিতি রোডের ঘাস বাজার এলাকা থেকে এই কর্মসূচী শুরু করে তারা।তাদের মূল দাবি গুলির মধ্যে অন্যতম মূল্যবৃদ্ধি রোধ করে শ্রমিকদের সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে।

নিজস্ব চিত্র

তাদের অপর দাবি গুলির মধ্যে বলা হয় শ্রমিকদের স্বার্থকে উপেক্ষা করে মালিকদের স্বার্থে শ্রম আইন সংশোধন করা যাবে না।

আরও পড়ুনঃ জনবহুল এলাকায় মদের দোকান, মহকুমা শাসককে ডেপুটেশন

নিজস্ব চিত্র

এদিনের এই সভা প্রসঙ্গে কোচবিহার জেলা সিআইটিইউ সভাপতি তারিণী রায় বলেন,”কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে সারা রাজ্যের সাথে আমরাও এই জেলায় এই কর্মসূচি গ্রহণ করেছি।”

এদিনের এই কর্মসূচী ঘিরে বামপন্থী ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পরার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here