সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
আমপান ঝড়ে উড়ে গেছে ঘরের ঘরের চাল। ত্রিপল চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন বলে অভিযোগ গৃহবধূর। অভিযোগের তীর তৃনমূলের স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেওড়াডাঙা গ্রামপঞ্চায়েতের খিরিশতলা গ্রামের ২০৬ নম্বর বুথে। অভিযুক্ত গ্রামপঞ্চায়েতের সদস্য সন্নাসী সিংহ।
গৃহবধূর অভিযোগ আমপান ঝড়ে বাড়ির চাল উড়ে যায়। বাড়িতে ছাউনি দিতে ত্রিপল চাইতে গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়িতে যান তিনি, সেখানেই গৃহবধূর প্রতি খারাপ আচরন করা হয়। একই সাথে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত সন্ন্যাসী বাবুর সাথে মিলে তার দাদা ভাই এবং রাজনৈতিক অনুগামীরাও মদ্যপ অবস্থায় অভব্য আচরন করেন।
এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তর বাড়ির সামনে ধর্নায় বসেন স্থানীয় বাসিন্দারা। একইসাথে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুনঃ গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার শ্বশুর, শাশুড়ি, স্বামী
এই প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য সন্নাসী সিংহ জানান, ‘ত্রাণ আমার যা দেওয়ার আমি তা দিয়েছি। এরপরেও ওরা আমার বাড়িতে এসে গালিগালাজ করেছে। আমি কারো শ্লীলতাহানি করিনি। বিক্ষোভ দেখাচ্ছে, আমি কী করব। আমি পুলিশে অভিযোগ জানিয়েছি।’
অভিযোগকারিনীর দাবি, ওনারা বিজেপি করেন বলে তাদের ত্রিপল দিতে চায় নি পঞ্চায়েত সদস্য। যখন তিনি আর তার ননদ নিতে যান, তখন তারা মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় তাদের প্রতি দুর্ব্যবহার করা হয়। গৃহবধূর স্বামীও অভিযোগ করেন, পঞ্চায়েত সদস্য নিজে দলবল নিয়ে এসে তাকে মারধর করে। বিজেপি করেন বলেই তাদের ত্রিপল দেওয়া হবে না বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584