নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী বুধবার ১১ই নভেম্বর থেকেই রাজ্যে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর ডিভিশন চূড়ান্ত করেছে ট্রেন গুলির সময় সরণী। সেই সমস্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীকে।
দক্ষিণ পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার প্রভাস দাশানা জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনের আওতায় মোট ৮১ টি লোকাল ট্রেন চালানো হবে যা কিনা স্বাভাবিক পরিস্থিতিতে যে পরিমান ট্রেন চলত তার ৪২%। ওই চিঠিতে রেল আরও জানিয়েছে রেল প্রশাসন চেষ্টা করবে যতদূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখেই এই পরিষেবা দিতে।
জানা গিয়েছে আপাতত মেদিনীপুর-হাওড়া, খড়গপুর-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, মেছেদা-হাওড়া, আমতা-হাওড়া, হলদিয়া-হাওড়া এবং দিঘা-মেছেদা-সাঁতরাগাছি এই শাখায় লোকাল ট্রেন চলবে। এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ ট্রেন চলবে মেদিনীপুর-হাওড়া শাখায় ,যার সুফল অবশ্য খড়্গপুর সহ এই শাখার সমস্ত যাত্রীরাই ভোগ করতে পারবেন।
আরও পড়ুনঃ বাড়ছে আরও ট্রেন, মান্থলি-সিজন টিকিটের মেয়াদও বাড়িয়ে দেবে রেল!
তবে খড়্গপুর টাটা, ভদ্রক, এবং আদ্রা সেকশনে লোকাল ট্রেন চালানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে নবান্নের সিলমোহর পাওয়ার পরই ৮ ই নভেম্বর রবিবার সময়সূচির বিজ্ঞাপন প্রকাশ করবে রেল।
রেল সূত্রে জানা গেছে যাত্রী সংখ্যা যেমন যেমন বাড়বে তেমনই বাড়ানো হবে ট্রেনের সংখ্যা এবং প্রতিবারই তা নবান্নকে জানিয়ে দেওয়া হবে। আপাতত সকাল ও সন্ধ্যায় অর্থাৎ অফিস টাইমেই বেশিরভাগ ট্রেন চালানো হবে। আর রাজ্যের প্রস্তাব মত প্রতিটি ট্রেনই সমস্ত স্টপেজে যাতে দাঁড়ায় সেই ভাবনাই রয়েছে।
এক নজরে ট্রেনের নির্ধারিত সময়সূচী:
মেদিনীপুর থেকে হাওড়া –সকাল ৪.০৫, ৫.৪২, ৬.১০, ৬.৩৫, ৭.৪৫,১১.০০,১১.৪৩, দুপুর ১.০০, ২.২৫, ৩.৩০, বিকেল ৫.৫৫, ৭.১৫
হাওড়া থেকে মেদিনীপুর– সকাল ২.৪০, ৪.২৫,৬.৩০,৮.০০,৮.৪৮,৯.৪০, ১০.২৫ দুপুর ১.৩০ বিকেল ৪.০০, ৫.২০, ৬.৩৫, ৭.৩৮, ৮.১৫
খড়গপুর থেকে হাওড়া– সকাল ৩.০০, ৩.৫০, ৫.২৫, ৭.৪০, দুপুর ২.১৫
হাওড়া-থেকে খড়গপুর – সকাল ৩.২৫, ৭.১৫, বিকেল ৪.৩০, ৮.৪৮
পাঁশকূড়া থেকে হাওড়া- সকাল ৩.০৫, ৪.৩২, ৬.২৫, ৮.৫০, ১১.৩২, দুপুর ২.০২, বিকেল ৪.৪০, ৮.১৮
হাওড়া-থেকে পাঁশকূড়া–সকাল ৬.৪৩, ৯.০৫, ১০.১২, ১১.১৫, বেলা ২.৪০, বিকেল ৩.৪৫, ৫.৩৫, ৭.০৫
মেছেদা- থেকে হাওড়া- সকাল ৪.২০, ৬.১৫, বেলা ১.২৫
হাওড়া- থেকে মেছেদা–বিকেল ৫.৫০, ৬.৫৫
আমতা থেকে – হাওড়া –সকাল ৭.০০, ৮.০৫, বিকেল ৫.২০, ৬.৪৫
হাওড়া-থেকে আমতা–সকাল ৬.০৫, ৮.৪০, বিকেল ৪.৪০, ৭.১৫
হলদিয়া – থেকে -হাওড়া –সকাল ৬.০৫, বিকেল ৫.১৫
হাওড়া-থেকে – হলদিয়া- সকাল ৬.১৫, সন্ধ্যা ৬.০০
দিঘা – পাঁশকুড়া- সাঁতরাগাছি – ৫.৪৫
সাঁতরাগাছি – পাঁশকূড়া-দিঘা– ৬.১৫
এছাড়াও দিঘা-মেছেদা (সকাল ১১.১৫) ও মেছেদা-সাঁতরাগাছি বেলা ২.১২ ট্রেন দুটিও চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584