শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সাড়ে সাত মাস পর আর কয়েক ঘন্টা বাদেই চলতে শুরু করবে লোকাল ট্রেন। রেল আর পুলিশের চেষ্টায় ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা কতটা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রাজ্য প্রশাসনই।
তবে এদিন লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালত জানিয়েছে, জগদ্ধাত্রী পুজো বা কালীপুজোয় যে সব জায়গায় ঠাকুর দেখার ভিড় হয়, সেখানে পুজোর দিনগুলোয় ট্রেন না চালানোই ভাল। কাল পুজোর সময় মানুষের উন্মাদনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ দক্ষিণ কলকাতায় ছট পুজোর কৃত্রিম জলাশয় তৈরির কাজ আটকে দিল কেএমডিএ
বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রকাশ করেছে রাজ্য। প্রত্যেক স্টেশনে প্রবেশ ও বাহির দ্বার আলাদা করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বহুবিধ সমস্যায় জর্জরিত বেসরকারি পরিবহন,বিঘ্ন পরিষেবায়
প্ল্যাটফর্মে একমাত্র প্রবেশ করতে পারবেন বৈধ টিকিটধারী যাত্রীরা। মাস্ক পরা থাকলে তবেই ঢোকা যাবে প্ল্যাটফর্মে। প্রবেশপথে মাপা হবে যাত্রীর দেহের তাপমাত্রা। জ্বর নেই এব্যাপারে নিশ্চিত হলেই প্রবেশের অনুমতি মিলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584