নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনায় আক্রান্ত কিংবা ভিন রাজ্য থেকে আসা কোন ব্যক্তিকে সংক্রমণ মুক্ত করতে মূলত ১৪ দিনের জন্য রাখা হয় কোয়ারেন্টাইনে। সেই ভেবে এলাকায় একটি স্থানীয় নার্সিংহোমেই এই সেন্টার খোলার কথা বলেছিল স্বাস্থ্য বিভাগ। কিন্তু এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার খুলতে দেওয়া হবে না। তাই জন্য স্থানীয় ওই নার্সিংহোমের সামনে সারা রাত ধরে পাহারা দিলেন এলাকার মহিলারা । এমনই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের উত্তর কলেজ পাড়া এলাকায়।
জানা গেছে প্রত্যেক জেলার মতো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উত্তর কলেজ পাড়ায় কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের তরফে চিহ্নিত করা হয় একটি নার্সিংহোমকে।এই খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায় এলাকায় । ওই নার্সিংহোমে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হলে সংক্রমণ ছড়িয়ে পড়বে, এই দাবিতে প্রতিবাদ জানান এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ চাল-আলু বিতরনের খবর সংগ্রহে হেনস্থা সাংবাদিককে, প্রতিবাদ জেলা জুড়ে
এমনকি, গতকাল সারা রাত ধরে ওই নার্সিংহোমের গেটের সামনে পাহারাও দেন এলাকার বেশ কিছু মহিলা। এর পাশাপাশি এ বিষয়ে বিক্ষোভকারী মহিলারা বলেন, “এই নার্সিংহোমে করোনা আক্রান্তদের রাখা হবে বলেছে। কিন্তু আমরা এখানে কাউকে ঢুকতে দেব না ।” যদিও প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584