নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের খোলটাবাজার জীবাণুমুক্ত করা সহ একাধিক দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ কয়েকদিন আগে ওই এলাকা থেকে করোনায় আক্রান্তের হদিশ মিলেছে। এরপর কয়েকদিন কেটে গেলেও ওই এলাকা এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জীবাণুমুক্ত করা হয়নি। এর পাশাপাশি তাদের আরও অভিযোগ যে, স্থানীয়রা যখন বাজারে বাজার করতে যান তখন বাজার থেকে তারিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ভুয়ো পোস্ট! বিজেপি নেতা অনুপমকে নোটিশ পুলিশের
এর ফলে তারা কোন কিছুই কিনতে পারছেননা। তাই বাধ্য হয় এদিন তারা অবরোধ করে বিক্ষোভ দেখান। এবং তারা বলেন যে যদি তাদের সমস্যার সমাধান না করা হয় তাহলে তারা অবরোধ তুলবেন না। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খড়িবাড়ি থানার পুলিশ এবং রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত।
এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর স্থানীয়রা অবরোধ তুলে নেয়। এই অবরোধ প্রায় কয়েক ঘন্টা চলে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584