নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পুরাতন মালদহের সাহাপুরের রাস্তা। বেহাল দশা ৩ নম্বর বিমল দাস কলোনির রাস্তার। কোথাও কোথাও পচা পাঁক জমে রাস্তাই গায়েব হয়ে গিয়েছে।
শুধু যে বৃষ্টিতে এই হাল তেমন নয়, প্রায় বছরভর এই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে এলাকার মানুষদের। যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওই এলাকারই বাসিন্দা। তবুও হাল ফেরেনি রাস্তার।
পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর বিমল দাস কলোনিতে সবচেয়ে খারাপ অবস্থা হরিমন্দির সংলগ্ন রাস্তার। রাস্তাটি ঢালাই করা হলেও অনেকটাই নীচু। নিকাশি ব্যবস্থা না থাকায় গলিতে জল জমে থাকে হামেশাই। গলির কোথাও হাঁটুজল, তো কোথাও গোড়ালি জল।
আরও পড়ুনঃ পুকুর কাটা কাজে লেবার চুরি নিয়ে সংঘর্ষ
সেই জল ভেঙেই যাতায়াত করতে হয় বাসিন্দাদের। জমা জল থেকে যেমন দূষণ ছড়াচ্ছে, তেমনই বাড়ছে রোগ ছড়ানোর আশঙ্কা। বহুবার এলাকার লোকজন পঞ্চায়েতকে সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ওই এলাকাতেই থাকেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্দিরা মণ্ডল। তিনি এই অবস্থার জন্য আগের পঞ্চায়েতের উপর দোষ চাপিয়েছেন। নতুন প্রকল্পের রাস্তা তৈরির সঙ্গে সুষ্টু নিকাশী ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584