নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদীর উপর ব্রীজ বানানোর জোড়ালো দাবি উঠেছে। গত দুই দশক ধরে এলাকার মানুষের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই রায়ডাক নদী ।
স্থানীয় মানুষের অভিযোগ রায়ডাক নদীর উপর পাকা ব্রীজ না থাকায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে সাধারণ মানুষকে নানারকম চলাফেরার অসুবিধার সম্মুখীন হতে হয় ।বর্ষাকালে একটি মাত্র নৌকা থাকে রায়ডাক নদীর ঘাটে।
শুকনো মরসুমে রায়ডাক নদীর উপর বাঁশের সাঁকো থাকলেও বর্ষাকালে কোনও সাঁকো থাকে না। নদী পারাপারের জন্য তখন নৌকার উপরেই ভরসা করতে হয় এলাকাবাসীকে।
অতিরিক্ত বৃষ্টির ফলে বর্ষাকালে নৌকা চালানোও মুশকিল হয়ে ওঠে। ফলে এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছে যাতায়াতের অব্যবস্থার দরুন।
আরও পড়ুনঃ প্রশাসনিক সাহায্য না মেলায় ক্ষতির মুখে ফুলচাষিরা
এলাকার বাসিন্দা আনিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পাকা ব্রীজ না থাকার সমস্যায় ভুগছি। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা দরকার।
এলাকার অন্য এক বাসিন্দা দিলীপ চন্দ্র দাস বলেন, এই ব্রীজের যথেষ্ট গুরুত্ব রয়েছে সাধারণ মানুষের কাছে। জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করব পাকা ব্রীজ বানানোর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584