নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলি মোড়ে কৃষক খুনের ঘটনায় মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

এদিন প্রায় রাস্তায় আধ ঘন্টা অবরোধ বিক্ষোভ দেখান। এরপর পাশাপাশি খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন স্থানীয়রা। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ওসি সুজিত লামা। পুলিশ প্রশাসনের আশ্বাসের পর স্থানীয়রা অবরোধ তুলে নেন।

প্রসঙ্গত বুধবার নিজের জমিতে ফসল তুলতে গিয়ে কুপিয়ে খুন হন বিনয় বসু নামে ওই কৃষক। এরপর স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে স্থানীয়দের আরও অভিযোগ যে জমির উপর দিয়ে গরু নিয়ে যায়।
এর ফলে অনেক ফসল নষ্ট হচ্ছে কৃষকদের এবং সেই গরু বাংলাদেশে পাচার করছে। কিন্তু পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছেন। এর পর যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584