নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রেশনে বরাদ্দের কম জিনিস দেওয়ার অভিযোগকে ঘিরে ক্ষোভ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। গোয়ালপোখর থানার কামারপুকুর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সোমবার এলাকার বাসিন্দারা একজোট হয়ে রেশন ডিলার সাজ্জাদ আলমের বিরুদ্ধে এভাবেই বিক্ষোভ দেখান। রেশন গ্রাহকদের অভিযোগ, সরকার নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী খাদ্য দ্রব্য সরবরাহ করা হচ্ছেনা। দেড় কেজি পরিমাণ আটা গ্রাহকদের কম দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ সামাজিক বয়কটের মুখে করোনা হাসপাতালের নিরাপত্তারক্ষীরা
মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোয়ালপোখর থানা সূত্রে জানা গিয়েছে, কোন প্রকল্পে কত পরিমাণ কি কি বরাদ্দ রয়েছে তা ওই ডিলার গ্রাহকদের সঠিক ভাবে বোঝাতে পারেননি।
আর এর জন্যই সমস্যা সেখানে প্রকট হয়ে উঠেছিল। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্লকের বিডিও কে নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোন কোন প্রকল্পে গ্রাহকরা কি জিনিস কত পরিমাণে পাবেন তাও সকলকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584