নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কেউ তিন মাস, আবার কেউ ছয় মাস, আবার কেউ এক বছর ধরে নিয়মিত রেশন পাচ্ছেন না বলে অভিযোগ। আবার সঙ্গে চলছে লকডাউন।
এই অবস্থায় এবারে রেশন সামগ্রী না পেয়ে রেশন ডিলার এবং স্থানীয় বিজেপি মেম্বারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটারের গ্রামবাসীরা খালি ব্যাগ হাতে রেশন ডিলার সঞ্জীব দাসের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ এবার করোনা পজিটিভ জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশকর্মী
উল্লেখ্য এই গ্রামের প্রায় ৫০ টি পরিবার রেশন পরিষেবা থেকে বঞ্চিত। গ্রামবাসীদের অভিযোগ এই লকডাউনে তারা সমস্যায় পড়েছেন। বন্ধ হয়ে গেছে কাজকর্ম। মুখ্যমন্ত্রী ঘোষণা সত্বেও বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের রেশন পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
এখন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের বাড়িতে কেউ বিধবা মা আবার কারো বাড়িতে প্রতিবন্ধী বাবা। এমন অবস্থায় এই লকডাউনে অভুক্ত হয়ে দিন কাটাচ্ছেন তারা। যদিও এ বিষয়ে রেশন ডিলারের কোন মন্তব্য পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584