নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গ্রাম থেকে প্রায় ৫কিমি দুরে রেশন ডিলারের দোকান করার প্রায় চার হাজার মানুষের সুবিধার্থে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রামে রেশন ডিলারের দোকান খোলার দাবিতে বৃহস্পতিবার মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।

তাদের দাবি মুড়াকাটা গ্রামেই রেশন সামগ্রী বণ্টনের ব্যবস্থা করতে হোক।কিন্তু তা না করে মুড়াকাটা থেকে প্রায় পাঁচ কিমি দুরে নেপুরা গ্রামে খোলা হয়েছে রেশন দোকান।ফলে জঙ্গল রাস্তায় পাঁচ কিমি হেঁটে রেশনের সামগ্রী আনতে হয় তাদের জীবনের ঝুঁকি নিয়ে।

আরও পড়ুনঃ আন্দোলন রুখতে থানাতেই বসিয়ে রাখার অভিযোগ ভিলেজ পুলিশদের
কারণ জঙ্গলে হাতি রয়েছে,যে কোনো সময় প্রাণ হানির আশঙ্কা থাকে।বারবার এ বিষয়ে বিডিও,পঞ্চায়েত, এমনকি জেলাশাসক দফতরের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে গ্রামের ৯০ শতাংশ মানুষ রেশন সামগ্রীর উপর নির্ভরশীল।ফলে প্রশাসনিক গাফিলতির ফলে চরম বিপাকে পড়েছে মুড়াকাটা গ্রামের কয়েক হাজার মানুষ।তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে মুড়াকাটা গ্রামের মানুষেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584