কান্দিতে চোর সন্দেহে ধৃতকে শারীরিক নিগ্রহের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিক্ষোভ

0
128

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

কান্দিতে মন্দিরে চুরির ঘটনায় নির্দোষ ব্যক্তিকে মারধোরের প্রতিবাদে রাস্তা অবরোধ ও থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা।

police | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার মাঝরাত্রে গোকর্ণ শ্যাম কালী মন্দিরের মায়ের মুর্তির গহনা চুরি হয়।মন্দিরের পিছনের দেওয়াল কেটে আট ভরি সোনা ও প্রায় তিন কেজি রূপোর গয়না-সহ পুজার সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।

police | newsfront.co
জনতার সাথে পুলিশের বচসা। নিজস্ব চিত্র

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার মাঝরাতে গোকর্নের বাসিন্দা এক গরিব ফুচকা বিক্রেতা ধূলু বাগদী (২৩) এবং তার কাকা স্বপন বাগদী (৩৫) কে কান্দি থানার পুলিশ তুলে নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে গিয়ে তাদের উপর শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় পঞ্চায়েত কার্যালয়ে বিজেপি-তৃণমূলের ধুন্ধুমার

locality protest to police officer for beat up innocent person in kandi | newsfront.co
ধূলূ বাগদি। নিজস্ব চিত্র
locality protest | newsfront.co
বিক্ষুব্ধ জনতা। নিজস্ব চিত্র

অবস্থার অবনতি দেখে সোমবার দুপুরে ধুলু বাগদী কে বাড়িতে রেখে যায় থানা থেকে। শারীরিক অত্যাচারের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

প্রথমে গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হলে তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের এই অত্যাচারের ভিত্তিতে গোকর্ণ এলাকার মানুষ প্রথমে রাস্তা অবরোধ করে। কান্দী থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দিলে তারা গোকর্ণ পুলিশ ফাড়ি ঘেরাও করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here