চোপড়ায় রাজবংশীদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে মানুষ

0
45

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

চোপড়ায় রাজবংশী সমাজের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল সাধারণ মানুষ। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সকাল ১১টা নাগাদ তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে ভাড়িলাতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। রাজবংশী সমাজের উপর লাগাতারভাবে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযুক্ত ফিরোজ আলীর ফাঁসির দাবি জানান তারা।

প্রসঙ্গত গতকাল সকালে ইসলামপুর পুলিশ জেলার চোপড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রামে নাবালিকা ছাত্রী মাম্পি সিংহ(১৬)-এর মৃতদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ বহরমপুরে ডিওয়াইএফআই-র বিক্ষোভ কর্মসূচি

স্থানীয় সূত্রের খবর, তাকে বিষ খাইয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। এর প্রতিবাদে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সিবিআই তদন্ত দাবি করেন সাধারণ মানুষ।

জবা রায়, প্রমিলা বর্মন এবং তারপর মাম্পি সিংহ হত্যার ঘটনায় নিন্দা জানায় সকল স্তরের মানুষ। এদিন ভারিলাতে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অশোক বর্মন, রাহুল মন্ডল, মান্তু দত্ত, সন্তোষ বর্মন, দীপক বর্মন। তারা জানান, ‘রাজবংশী সমাজের উপর ক্রমাগতভাবে অন্যায় অবিচার চলছে। তার জন্য আমরা বাধ্য হয়েছি আজকে পথে নামতে।

আরও পড়ুনঃ সংক্রমণ বাড়ছে মেদিনীপুর শহরে

কিছুদিন আগেও রাজবংশী সমাজের প্রতিনিধি বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে। স্বপ্না বর্মনকে বিনা কারণে অপমান করা হয়েছে। তারপর হেমতাবাদের বিধায়ক দেবেন রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। লাগাতারভাবে রাজবংশী সমাজকে অপমান করা হতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না।

আজকের এই স্বতস্ফূর্ত আন্দোলনে এলাকার সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে তারাও আর চুপ করে থাকবে না। আমরা চোপড়ার ঘটনার সিবিআই তদন্ত চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দল-মত নির্বিশেষে যেই হোক না কেন তারা যেন ছাড়া না পায়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here