নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদর ব্লকের নেপুরা, গুড়গুড়িপাল, ধেরুয়া প্রভৃতি অঞ্চল থেকে মেদিনীপুর শহরে প্রবেশের একমাত্র রাস্তা রাঙামাটি ফ্লাইওভারে ওঠা-নামার মুখে দীর্ঘদিন ধরেই ছোট বড় অনেক গর্ত তৈরি হয়েছে। নিয়মিত বালি গাড়ি চলায় প্রায়শই এরকম গর্ত তৈরি হয়।
ইতিপূর্বে এই ব্রিজে মোটর বাইক দুর্ঘটনায় প্রাণও হারিয়েছে একাধিক আরোহী। ফলে ব্রিজে ওঠা-নামার মুখে তৈরি হওয়া এই গর্ত ক্রমশই দুর্ঘটনার আশংকা বাড়িয়ে তুলেছে। ওঠা-নামার ঠিক মুখে প্রায় সত্তর শতাংশ জায়গায় বড় গর্ত হয়ে জল জমে থাকছে দিনের পর দিন।
আরও পড়ুনঃ টাইম বোমা ঘিরে আতঙ্ক পাঁশকুড়ায়
পাশ কাটিয়ে ওঠা-নামায় বাড়ছে দুর্ঘটনার আশংকা। দ্রুত মেরামত না করা হলে মহামারীর পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যুর সাক্ষীও হতে পারে ভালোবাসার শহর মেদিনীপুর। মেদিনীপুর – ঝাড়গ্রাম রুটের বাস সহ বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করার ফলে সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। তাই পুজোর আগেই রাস্তাটি মেরামত করার দাবি জানান এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584