নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রেশন দ্রব্য নিয়ে কারচুপির অভিযোগে ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার কসবা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী নির্দিষ্ট পরিমাণের থেকে কম পরিমাণ দিচ্ছেন রেশন ডিলার নির্মল কুমার পোদ্দার।
স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল বারির দাবি, আগে রেশন সামগ্রী লাইন ধরে দেওয়া হতো, পরে টোকেন সিস্টেম করা হয়। এই টোকেন ঠিক সময় রেশন ডিলার তাদের দেন না। সেই সঙ্গে কারোর বাড়ির যদি কেউ অসুস্থ থাকে সে যদি ওই টোকেন সময় মত না নিতে পারে তাহলে তাকে আর পরে রেশন সামগ্রী দেওয়া হয় না।
যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে নির্মল বাবুর পাল্টা অভিযোগ, ” রেশন সামগ্রী যখন এখান থেকে দেওয়া হচ্ছে তার পরিমাপ দেখে নিয়ে যেতে হবে। পরে বাইরে থেকে ঘুরে এসে সেই সামগ্রী কম আছে বললে চলবে না।”
আরও পড়ুনঃ সদ্য নির্মিত নিকাশি নালা ভেঙে পড়ায় ক্ষোভ ভগবানগোলায়
একই সাথে ডিলার সংবাদ মাধ্যমকে জানান, আজকের এই বিক্ষোভের কথা তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584