মনিরুল হক, কোচবিহারঃ
বছরের পর বছর ধরে আবেদন নিবেদনের পরেও এলাকার রাস্তা পাকা করার কাজ হয়নি। আর তাই বিক্ষোভের কথা জানাতে নিজেদের গ্রাম থেকে কমপক্ষে ৪০ কিলোমিটার দূরে কোচবিহার জেলা শাসকের দফতরে এসে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।
শুধু তাই নয়, ভোটের আগে ওই রাস্তা পাকা না করা হলে ভোট বয়কট করা হবে বলেও ওই গ্রামের বাসিন্দারা হুমকি দিয়ে গেলেন।জানা গিয়েছে, দিনহাটার নয়ারহাট গ্রাম পঞ্চায়েত দফতর থেকে চৌধুরীহাট যাওয়ার পথে নান্দিনের শিবতলা বাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে দাবি জানালেও পাকা করা হচ্ছে না।
কিন্তু তার আগে ও পরে এবং পাশের অন্যান্য সমস্ত রাস্তা পাকা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ওই রাস্তা কোন অজ্ঞাত কারণে ওই সাড়ে চার কিলোমিটার রাস্তা পাকা করা হচ্ছে না।গ্রামের লোকজন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লক, মহকুমা এমনকি জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসকের কাছেও আবেদন নিবেদন করেছেন।
আরও পড়ুনঃ করোনাতঙ্কে ভীড়হীন হুজুর সাহেবের মেলা, কপালে ভাঁজ ব্যবসায়ীদের
সকলেই আশ্বাস দিয়েছেন। কিন্তু ওই রাস্তা পাকা করার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই এদিন বাধ্য হয়ে জেলা শাসকের দফতরে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একটি স্মারকলিপিও তুলে দেন ওই গ্রামের বাসিন্দারা। সেখানে রাস্তা পাকা করার কাজ না হলে তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুমকি দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584