নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া ও ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এর জেরে ঝাড়গ্রাম-বিনপুর ৫ নম্বর রাজ্য সড়কের রথবেড়ায় সকাল ৬ টা থেকে অবরোধ চলছে। যার ফলে দুদিকেই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
রেশন তুলে বাড়ি ফেরার পথে গত শুক্রবার সকালে রথবেড়া মোড়ে এক পিকআপ ভ্যান ধাক্কা মারে অজিত শীটকে। গাড়ির চালক সহ বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আহত অজিত বাবুকে। সেখানে করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷গত বুধবার রাতে মারা যান অজিত বাবু ।
দুপুর ১২ টায় ওই হাসপাতালে গিয়ে মৃতদেহ দেখে যাওয়ার জন্য ফোন করে জানানো হয় বাড়িতে। অবরোধ থেকে মূল দাবি উঠছে যে ,”যেহেতু দুর্ঘটনা ঘটেছিল তাহলে তার করোনা হল কিভাবে? তাই আমাদেরকে মৃতদেহ তুলে দিতে হবে। আর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।”
আরও পড়ুনঃ হলদিয়ায় মৃত অনুগামীর বাড়িতে শুভেন্দু
এই দাবি নিয়ে রাস্তায় পথ অবরোধ করেছেন মৃতের পরিবার ও স্থানীয় মানুষজন।ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিনপুর থানার আইসি বিপ্লব পতি সহ পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584