নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুরাতন মালদহ শহরের লোলাবাগে নবনির্মিত বৈদ্যুতিক চুল্লিতে করোনায় আক্রান্তের মৃতদেহ পোড়ানো হবে বলে এলাকায় গুজব রটেছে। যে কারণে বাসিন্দারা শ্মশানে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এনিয়ে শহরজুড়ে হইচই পড়ে গিয়েছে। যদিও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।
এবিষয়ে স্থানীয় কাউন্সিলার নেপাল হালদার জানিয়েছেন, শ্মশানে ঘিরে একটা সমস্যা তৈরি হয়েছে। তবে বিষয়টি প্রশাসনিক ব্যাপার। এনিয়ে তার কিছু বলার নেই। তবে যেটা শোনা গিয়েছে, এলাকার বাসিন্দারা আতঙ্কে রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন । বাসিন্দাদের একটি অংশের অবশ্য দাবি, লকডাউনের কারণে রাস্তা বন্ধ করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আবহে মালদহে দুঃস্থদের ত্রান দিল এক্সপোর্ট অ্যাসোসিয়েশন
অপরিচিত কেউ রাস্তায় যাতে ঘোরাঘুরি না করে তাই এধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাসিন্দাদের অন্য একটি অংশ অবশ্য জানিয়েছে, শ্মশানে করোনায় আক্রান্ত মৃতদেহ পোড়ানো হবে এনিয়ে গুঞ্জন রটেছে। তা রুখতেই রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মালদহে এখনও পর্যন্ত একটিও করোনা পজেটিভ কেস পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584