নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
জল নিকাশি নালার পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দু’নম্বর ব্লকের মানিকপুর এলাকায়।জানা গিয়েছে, এই এলাকায় রাস্তা সংলগ্ন একটি জল নিকাশি নালা ১০০ দিনের কাজের প্রকল্পে অন্তর্ভুক্ত করে তা পরিষ্কারের কাজ শুরু করে গ্রাম পঞ্চায়েত।
শনিবার সকালে যখন এই জল নিকাশি নালা পরিষ্কারের কাজ চলছিল তখন আচমকাই এই গ্রামেরই স্থানীয় বাসিন্দা দেবাশিস জানা কাজে বাধা দেয় এবং কর্মরত এক গ্রামবাসীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। তাকে আহত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ বাবা মা থেকেও নেই, ঈশ্বরই ভরসা তপনের নাবালক সুশান্ত – প্রশান্তদের
খবর দেওয়া হয় কাঁথি থানায়। অভিযোগ, খবর দেওয়ার পরে দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ। সন্ধ্যে নাগাদ পুলিশ এলে, পুলিশকে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। দোষীদের গ্রেফতারের দাবিতে এখনও বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584