সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান শহরের যাতায়াতের প্রাণকেন্দ্র জিটি রোড। সেই জিটি রোডের বিভিন্ন জায়গায় আলো না থাকার জন্য মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
শহরবাসী ইতিমধ্যেই প্রশাসনকে আবেদন করেছে জিটি রোডের পাশে পর্যাপ্ত পথবাতি লাগানো হোক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন আগে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় ‘বর্ধমান ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র সামনে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ট্রাক। তার কিছুদিন পরেই গোলাপবাগ মোড়ের কাছে একটি বাস ডিভাইডারের উপরে উঠে যায়। দুটি দুর্ঘটনায় সেভাবে কেউ আহত না হলেও বিষয়টি যে শহরবাসীকে চিন্তায় ফেলেছে তা স্পষ্ট। শহরবাসীর দাবি, জিটি রোডের মাঝ বরাবর যে ডিভাইডার তৈরি হচ্ছে তার মাঝে কিছুটা অন্তর ফাঁক রাখা হয়েছে। ফাঁকা অংশে চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। কিন্তু রাতের অন্ধকারে বা বৃষ্টির সময় এই ফাঁকা অংশগুলি অনেক সময় খেয়াল করেন না চালকরা। তার জেরেই ঘটে যাচ্ছে ছোটখাট দুর্ঘটনা।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে অবরোধ পড়ুয়াদের, বিডিওর কাছে রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি দাবি
বর্ধমানের নবাবহাট থেকে শুরু করে আলিশা পর্যন্ত বিভিন্ন অংশে এই সমস্যা দেখা যাচ্ছে। স্থানগুলিতে সংকেতবাহী বোর্ড লাগানোর কথা বলছেন বাসিন্দারা। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাস্তার কাজ চলছে। তা শেষ হলে এই সমস্যা আর থাকবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584