নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বিদ্যানগর কলোনি এলাকার বেহাল রাস্তা মেরামতের দাবিতে, চম্পাসারিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। যদিও স্থানীয়দের অভিযোগ যে, দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল দশা।

অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকে, যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হলেও কোন লাভ হয়নি। সেই জন্য এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা ।

অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
আরও পড়ুনঃ বংশীহারীতে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
প্রধাননগর থানার আইসি-র আশ্বাসে মত বদলায় স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়রা জানিয়েছেন যে যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584