নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সামাজিক বন্ধনকে সুদৃঢ় করতে এবার জনসংযোগ কর্মসূচিতে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ।শনিবার বেলদা থানার অন্তর্গত ১৬ নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি আয়োজিত হয়।
এদিনের এই কর্মসূচিতে গ্রামের সমগ্র এলাকাবাসী অংশগ্রহণ করে। এই জনসংযোগ কর্মসূচির অংশ হিসাবে এদিন ১০০ জন শিশুকে খাতা, রং-পেন্সিল বিতরণ করা হয়। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০০ জন ছাত্রছাত্রীকে অভিধান দেওয়া হয়। একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ১৫ জনকেও অভিধান দেওয়া হয় এদিন।
পাশাপশি ১০০ জন পুরুষকে লুঙ্গি, ৫০ জন মহিলাকে শাড়ি, ২০ জনকে কোদাল দেওয়া হয়। তাছাড়া এলাকার সার্বিক দিক লক্ষ্য রাখার জন্য এলাকারই ২ জন সিভিককে সাইকেল ও টর্চ লাইট দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে এই সকল জিনিস তুলে দেন উপস্থিত পুলিশ প্রশাসনের আধিকারিক ও অতিথিরা।
এছাড়াও এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত দুঃস্থ ব্যক্তি থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষকে সবজি, খিচুড়ি-সহ শেষ পাতে মিষ্টি দিয়ে পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনাও করেছিল পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। শুধু তাই নয়, খাবার পরিবেশনের সময় বেলদা থানার মহকুমা পুলিশ আধিকারিক সুমন কান্তি ঘোষ-সহ বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি ও জোড়াগেড়িয়া ফাঁড়ির আধিকারিক অঞ্জনি কুমার তিওয়ারি নিজ হাতে বালতি ও হাত দিয়ে খিচুড়ি ও পরে মিষ্টি পরিবেশন করেন, যা দেখে বিস্মিত হন এলাকাবাসীরা।
পুলিশের এই ধরনের কাজ তারা এর আগে কোনওদিন দেখেননি। পাত পেড়ে চেটেপুটে খাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের এই ধরনের কার্যকলাপ দেখে খুশি এলাকাবাসীরাও। পুলিশকে দীর্ঘদিন ধরে তারা শুধুমাত্র শাসকের ভূমিকাতে দেখেই অভ্যস্ত ছিল। সেই পুলিশ আজ নিজ গ্রামের পড়শীর মতন, বন্ধুর মতন মিশে গিয়েছে এলাকাবাসীদের সঙ্গে।
সচেতন এলাকাবাসীদের মতে পুলিশের এই ভিন্ন রূপ আগামী দিনে এলাকার যে কোনও ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেকটা সহজ ও সরল হবে। সেই সঙ্গে এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এলাকাবাসীদের সঙ্গে পুলিশের নিবিড় যোগসূত্র গড়ে উঠল বলে মনে করছেন তারা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএসপি কাজি সামসুদ্দিন আহমেদ, বেলদার এসডিপিও সুমনকান্তি ঘোষ, বেলদা সার্কেল ইন্সপেক্টর শান্তনু বসু, বেলদা থানার ওসি গৌতম মাইতি, জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য অঞ্জনি কুমার তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ নারায়নগড় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি-সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584