ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
বাংলায় প্রাণঘাতী ভাইরাসকে রুখতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিল রাজ্য সরকার। আজ বিকেল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন জারি থাকবে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মার্চ পর্যন্ত বাংলায় আংশিক লকডাউন জারি করা হয়েছিল। এবার গোটা রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নিল সরকার।
সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়েছে রাজ্যে। করোনা সংক্রমণ রুখতে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের উপর জোর দিচ্ছে সরকার । বারবার মানুষজনকে রাস্তায় বেরতে, জমায়েত করতে নিষেধ করা হচ্ছে ।
আরও পড়ুনঃ রাজ্যে আরও দুই করোনা পজিটিভ, আক্রান্ত মোট ৯
কিন্তু তা সত্ত্বেও এদিন সকাল থেকেই একাধিক জায়গায় দেখা গিয়েছে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত না হয়েই মানুষজন রাস্তাঘাটে বেরিয়েছেন । সর্বত্র পুলিশ সেই পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছে। বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584