সংক্রমণ রুখতে ফের কড়া লকডাউনের আওতায় উত্তর চব্বিশ পরগনা

0
185

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা মোকাবিলায় কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লকডাউন। পঞ্চম দফার লকডাউনেই শুরু হয়েছে আনলক ১ পর্ব। এই পর্বের শুরু থেকেই উর্ধ্বমুখী করোনা গ্রাফ। দ্বিতীয় পর্যায়ের আনলকে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই কারণেই সংক্রমণ রুখতে ফের বেশ কয়েকটি জেলায় কড়া লকডাউন জারির ভাবনাচিন্তা শুরু করেছিল প্রশাসন।

lockdown | newsfront.co
গ্রাফিক্স চিত্র

মঙ্গলবার সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ল। ফের কড়া লকডাউন জারি হল উত্তর ২৪ পরগনায়। কলকাতা-সহ আরও বেশ কয়েকটি জেলাতেও কড়া লকডাউন জারি করা নিয়ে বৈঠক চলছে নবান্নে। সূত্রের খবর, জেলাশাসকের দপ্তরে নবান্নের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

notice | newsfront.co

কোন কোন বিষয়গুলি লকডাউনের আওতার বাইরে থাকবে, সেগুলি বলা হয়েছে ওই নির্দেশিকায়। সেই নির্দেশিকা অনুযায়ী, অত্যাবশ্যকীয় পণ্য যেমন মুদি, সবজি, মাছ, মাংস, দুধ, ডিম, ফল, ওষুধের এসব ক্ষেত্রে মিলবে ছাড়। ফের বেঁধে দেওয়া হয়েছে দোকান খোলার সময়। হোম ডেলিভারির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে চায়ের দোকান।

আনলক ২-এ জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছিল। রাস্তায় নেমেছিল অটো। চালু হয়েছিল বাস পরিষেবা। পুনরায় লকডাউনে উত্তর ২৪ পরগনায় ফের বন্ধ করে দেওয়া হল গণপরিবহণও। জানানো হয়েছে, শুধু জরুরি পরিষেবার ক্ষেত্রে বাস বা অটোয় চলতে পারে। অফিস চালু রাখার ক্ষেত্রে কর্মী সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে ২০ শতাংশ। এই লকডাউনে আওতায় থাকবে না ব্যাংক, এটিএম, পোস্টাল, ফায়ার ও সিভিল সার্ভিস। বিমান পরিষেবাও ফের বন্ধ থাকবে।

আনলক-১ পর্বেই খুলে গিয়েছিল সমস্ত ধর্মীয় স্থান। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের কড়া লকডাউন জারির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। আর তার কারণেই ধর্মীয়স্থান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নির্মাণকাজ চলতে পারে, তবে নির্দিষ্ট নিয়ম মেনে। যেকোনো কাজেই মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব পালন আবশ্যিক করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এই নিয়ম লাগু করার জন্য রাজ্যের তরফে দু’দিন সময় দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টা পর থেকে ফের কড়া লকডাউনের আওতায় থাকবে উত্তর ২৪ পরগনা। জারি থাকবে ১৪ দিন। নবান্ন সূত্রে খবর, ১৪ দিন পর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here