নামেই লকডাউন, ঠাসা ভিড়েই চলছে বিকিকিনি

0
56

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ইতিমধ্যে উত্তরবঙ্গে করোনা থাবা বসিয়েছে কিন্তু সোসাল ডিসটেন্স বা সামাজিক দুরত্ব বজায় রাখার বিধি নিষেধ মেনে চলার বালাই নেই সাধারন মানুষের মধ্যে। এমন চিত্র আজ দেখা গেল বালুরঘাট শহরে। অথচ এই সামাজিক দুরত্ব বজায় রেখে যাতে সাধারন মানুষ নিজেদের নিত্য দিনের মাছ মাংস থেকে সবজি কিনতে পারে তার জন্য গাদাগাদি করে থাকা পুরো বাজার বন্ধ করে শহরের প্রান কেন্দ্র বালুরঘাট হাই স্কুল ময়দানে সেই বাজারটি উঠিয়ে এনেছে বালুরঘাট পুরসভা আজ থেকে।

fish market |newsfront
নিজস্ব চিত্র

এমনকি ক্রেতারা যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে সবজি, মাছ ও অনান্য জিনিষ কিনতে পারেন তার জন্য চুন দিয়ে গোলাকার বৃত্ত এঁকে দিয়েছেন।

market |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রায়গঞ্জের পরে জমায়েত এড়াতে বাজার সরছে ইসলামপুরেও

কিন্তু কে কার কথা শোনে। অথচ সবাই চায় এই ভীড়ের থেকে তাড়াতাড়ি কেনাকাটা সেরে বাড়ি ফিরে যেতে।

vegetable market |newsfront.co
নিজস্ব চিত্র

আজ থেকে বালুরঘাট হাইস্কুল ময়দানে প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা এগারোটা অবধি এই বাজার খোলা থাকবে। এমন চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত বলে পুরসভা সূত্রে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here