স্থালান্তরের অনলাইন থিয়েটার আসছে ৩ মে

0
242

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

স্থালান্তর থিয়েটার গ্রুপের নবতম নিবেদন ‘লকডাউন ডায়েরিজ’। অনলাইনে এই নাটকটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে। স্থালান্তরের ফেসবুক গ্রুপ এবং পেজে আসবে এই থিয়েটার। দেখার জন্য জয়েন করতে পারেন আপনিও। এমনও হতে পারে কেউ ভেবেছে কখনও? কিন্তু হতে চলেছে এমনটাই।

Lockdown Diaries | newsfront.co

করোনার তারণায় আমরা সকলেই আজ ভারি বিরক্ত। কেউ ভাল নেই আমরা। গৃহবন্দির পাশাপাশি আজ আমরা অনেকেই ক্ষুধার্ত৷ হরেক রকমের সমস্যায় জর্জরিত আমরা। কবে করোনা মুক্ত জগতের আলো আমরা দেখব কেউ জানি না।

আরও পড়ুনঃ কবিগুরুর গানে ‘মঙ্গলবার্তা’ সঙ্গীত শিল্পীদের

‘লকডাউন ডায়েরিজ’-এ দেখানো হবে বিভিন্ন ক্ষেত্রের কিছু মানুষকে, যারা এই লকডাউনে বিপদের সম্মুখীন। তারা বলবে তাদের সমস্যার কথা নাটকীয় কায়দায়। নাটকটির পরিচালনা করেছেন সৌপ্তিক চক্রবর্তী।টেকনিক্যাল দিকটি দেখেছেন সায়ক সমাদ্দার। মিউজিক করেছেন রাজিত চ্যাটার্জি। অভিনয়ে সুজয় প্রসাদ চ্যাটার্জি, রনিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, মধুরিমা দাশগুপ্ত, দীপক হালদার, সায়ক সমাদ্দার।

৩ মে ঠিক সন্ধে সাড়ে ৭ টায় স্থালান্তর অনলাইন ফেসবুক গ্রুপ এবং পেজ-এ দেখতে ভুলবেন না ‘লকডাউন ডায়েরিজ’-এর অনলাইন লাইভ স্ট্রিমিং। এর থেকে সংগৃহীত অর্থ দান করা হবে কভিড-১৯ রিলিফ ফান্ডে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here