কী লেখা আছে ‘লকডাউন ডায়েরিজ’এ?

0
189

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউন ডায়েরিজ-এর পাতা ওল্টাবে আগামিকাল থেকে জি বাংলার পর্দায়। সমসাময়িক কঠিন পরিস্থিতিতে যে মানুষগুলি জনস্বার্থে মরণ পণ লড়াই করে চলেছেন তাঁদের স্যালুট জানাতেই আসছে ‘লকডাউন ডায়েরিজ- গল্প হলেও সত্যি’।

lockdown diaries | newsfront.co

ছয় দিনের ছটি গল্পের মাধ্যমে মানববন্ধন, পারিবারিক শক্তি এবং ইতিবাচক চিত্র তুলে ধরা হবে। গল্পগুলি বাস্তব জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা। প্রথম সারির স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে তরুণ দম্পতি, এমনকী একটি বাচ্চার প্রতিদিনকার ভাবনা তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ সেনগুপ্ত পরিবারে বিয়ের আবহ

দর্শকদের কাছে প্রেম, বন্ধন এবং আশার বার্তা ছড়িয়ে দেওয়াই এই ‘লকডাউন ডায়েরিজ’-এর উদ্দেশ্য। বিভিন্ন চরিত্রে থাকবেন গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, বিদীপ্তা চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়নী ঘোষ, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, সাহেব চ্যাটার্জি, শাওন দে এবং শিশু শিল্পী মার্গঋষি দে এবং অরিত্র দাস।

আরও পড়ুনঃ গাছের পরিচর্যায় ব্যস্ত প্রিয়াঙ্কা

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড-এর ক্লাস্টার হেড (পূর্ব) সম্রাট ঘোষ জানান- “যেহেতু আমরা টেলি দুনিয়ার এক নতুন পরিবেশে প্রবেশ করেছি তাতে চেতনার সঙ্গে সত্যে বেঁচে থাকার জন্য জি বাংলা নিয়ে এসেছে ‘লকডাউন ডায়েরিজ’, যা সমস্ত চ্যালেঞ্জকে কাটিয়ে উঠে ‘নতুন ছন্দে লিখব জীবন’ দর্শনের দ্বারা বেঁচে থাকার অবিরাম মানবিক চেতনার শ্রদ্ধাঞ্জলি।

প্রত্যেকটি পর্বের কল্পকাহিনি মিনি সিরিজের মাধ্যমে মানববন্ধন, সম্পর্ক, শক্তি এবং ইতিবাচকতাগুলিকে চিত্রিত করবে। গল্পগুলি বিভিন্ন স্তরের মানুষের জীবনের দ্বারা অনুপ্রাণিত। প্রতিটি গল্পের মাধ্যমে, জেড বি এবং শিল্পীরা দর্শককে শ্রদ্ধাশীল, ধৈর্যশীল এবং আরও সহানুভূতিশীল এবং মানবিক হওয়ার বার্তা দেবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here