বেলা বাড়তেই সম্পূর্ণ লকডাউনের চিত্র কান্দিতে

0
75

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

আজ রবিবার ভোর ৬ টা থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে‌ লকডাউন, চলবে ৩০ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস। গতকাল নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জরুরী ভিত্তিতে খোলা থাকবে কিছু অফিস। তবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে খুচরো দোকান, বাজার ঘাট, মুদিখানা।

Market | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু সকাল আটটার সময় কান্দির পুরন্দপুর, গোকর্ণ, মহলন্দী, জীবন্তি সহ বিভিন্ন এলাকায় দেখা গেল অসচেতনতার চিত্র। বাজারে মানুষের হুড়োহুড়ি, খরিদ্দার থেকে দোকানদার অনেকেরই মুখে নেই মাস্ক, ক্যামেরা দেখতেই কেউ কেউ যদিও মুখে মাস্ক পরে নিচ্ছেন।

Lockdown | newsfront.co
শুনশান রাস্তা। নিজস্ব চিত্র

তবে কান্দি প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং কড়াকড়ি করার পরেই, বেলা দশটার পর কান্দির প্রায় সমস্ত এলাকায় সম্পুর্ণ লকডাউনের চিত্র দেখা গেল। এ ব্যাপারে কান্দির প্রশাসনিক উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে।

আরও পড়ুনঃ ফের বন্ধ শুটিং, অনিশ্চয়তার মুখে টলিপাড়া

মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। রাজ্যের মধ্যে মালবহন গাড়ি সব বন্ধ। কারখানা, উৎপাদন ক্ষেত্রও বন্ধ থাকবে। লোকাল ট্রেন, মেট্রো, বাস বন্ধ থাকবে ।বিনোদন, সমাবেশ, একজায়গায় জড়ো হওয়াও বন্ধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here