১৯ জুলাই পর্যন্ত কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন পশ্চিমবঙ্গে

0
161

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্যে ক্রমবর্ধমান করোনা প্রকোপ। সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ জুলাই পর্যন্ত রাজ্যের কনটেইনমেন্ট জোন গুলোতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য স্বরাষ্ট্র দফতর।

এর আগে গত ৮ই মে বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের সমস্ত জেলার কনটেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন চালু করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে প্রাথমিকভাবে ৭ দিনের জন্য লকডাউন চলবে৷ ৭ দিন পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সেই মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা পাঁচটায়। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সেই বিজ্ঞপ্তি

রাজ্যের করোনা মানচিত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে কলকাতা, দুই চব্বিশ পরগণা এবং হাওড়া জেলা।আগে ঘোষণা করা হয়েছিল কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷

কন্টেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ প্রয়োজনে বাসিন্দাদের বাজার ও অত্যাবশকীয় পণ্য পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী তখন ঘোষণা করেন, কনটেনমেন্ট জোনগুলিতে সুফল বাংলার স্টল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে বাজার পেতে অসুবিধা না হয় ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here