শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
মারণ ভাইরাস করোনা ঠেকাতে নিয়ন্ত্রণবিধির পরিধি বাড়াল রাজ্য সরকার । সোমবার বিকেল ৫টা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার কন্টেইনমেন্ট জোন গুলিতে কড়া লকডাউন চালুর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে।
এই সময়ের মধ্যে জনসাধারণের সুবিধার্থে জরুরী পরিষেবা যুক্ত দোকান পাট খোলা থাকবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই সাথে টোটো সহ অন্যান্য পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ জুলাই থেকে কন্টেনমেন্ট এলাকার পরিধি এবং চরিত্র বদলে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণবিধি চালু করা হয়ে ছিল ।
আরও পড়ুনঃ আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল দক্ষিণ দিনাজপুরে
বলা হয়েছিল, সাত দিন পরে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে ফের নির্দেশিকায় সেই নিয়ন্ত্রণ ১৯ জুলাই পর্যন্ত বলবৎ করার কথা বলা হয়েছিল। তারপরেও জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১০ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584