বাংলায় লকডাউন ৩১ জুলাই পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
208

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে করোনা সংক্রমণে সুস্থতার হার আগের তুলনায় বাড়লেও সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিন ঘন্টা সর্বদলীয় বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড় দিয়ে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন বৃদ্ধি করা হচ্ছে। ওই সময়ে রাজ্যে লোকাল ট্রেন থেকে মেট্রোও বন্ধ থাকবে। এছাড়া আমফান দুর্নীতি প্রশমন করতে একটি সর্বদলীয় কমিটিও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী জানান, বর্ধিত লকডাউনের সময় স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নিয়ে পরে ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে। ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিভিন্ন মতামত জানানো হয়েছে। আরও ছাড়-সহ রাজ্যেজ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এদিকে, করোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনদিনের পরীক্ষা আগামী ২, ৬ ও ৮ জুলাই হওয়ার কথা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী পরে জানাবেন। উল্লেখ্য, সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি আছে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ মধ্যরাতে রেড রোডে বেসামাল মদ্যপ যুবতী! অর্ধনগ্ন হয়ে নৃত্য, পুলিশকে চড়

এছাড়াও আমফান ত্রাণ নিয়ে দুর্নীতি সামাল দিতে সর্বদলীয় বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি কমিটি গঠনের কথাও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে থাকবেন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির তরফে দিলীপ ঘোষ, সিপিএমের তরফে সুজন চক্রবর্তী-সহ বিভিন্ন দলের নেতারা। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময়ে নানা গুরুত্বপূ্র্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই নিয়ে তিনি বলেন, “আমার কাছে ২,১০০টি অভিযোগ এসেছে। জেলাশাসক, বিডিওদের বলছি, আপনাদের এক সপ্তাহ সময় দিচ্ছি। সমস্ত বিষয়টি প্রশমনে ব্যবস্থা নিন।” তিনি বলেন, একইসঙ্গে নীতি আয়োগকে সুন্দরবন নিয়ে চিঠি দেওয়া হবে। স্থায়ী বাঁধ নির্মাণ সহ ওই সব এলাকার সমস্যার যাতে একটা স্থায়ী সমাধান করা যায়, সেই বিষয়ে একটা মাস্টার প্ল্যাহন তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা যাতে ছড়িয়ে না পড়ে, তারজন্যা সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড রোগীদের বিষয়ে আরও বেশি করে নজর দেওয়া হবে। ক্ষতিপূরণ পাওয়া থেকে কেউ বঞ্চিত হলে আবেদন করুন। ত্রাণ নিয়ে দলবাজির কোনও জায়গা নেই।’ সবশেষে তিনি জানান, লকডাউন ৫.০ যে যে ক্ষেত্রে
ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল সেগুলি বজায় রেখেই লকডাউনে সময়সীমা বাড়ানো হচ্ছে। কোনও পরিবর্তন হলে সেটা পরে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here