ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা থাবায় মৃত্যুর শিখরে পৌঁছানো আমেরিকায় ধীরে ধীরে উঠতে চলেছে লকডাউন, রুটিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এদিন রুটিন সাংবাদিক সম্মেলনের লকডাউন ওঠানোর কথা জানানোর পাশাপাশি সরাসরি চীনের নাম করে করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিন রুটিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,”যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এটা বোঝা যাচ্ছে যে, আমরা সংক্রমণের শিখর পেরিয়ে এসেছি। আশা করা যায়, সেটা ধরে রাখা যাবে এবং ধীরে ধীরে উন্নতি করব।” তিনি আরও বলেন “আমরা হব প্রত্যাবর্তনকারী শিশু, আমরা সবাই। আমরা আমাদের দেশকে ফেরত পেতে চাই।” তবে তিনি জানিয়েছেন এলাকাভিত্তিক লকডাউন উঠানো হবে এবং এ বিষয়ে বিস্তারিত জানানো হবে ।
এই মুহূর্তে লকডাউন উঠিয়ে নিলে যে বিপদ বাড়বে সে কথা স্মরণ করিয়ে সাংবাদিকরা তার প্রতি প্রশ্ন করলে তিনি তার প্রত্যুত্তরে জানান লকডাউন এর মধ্যেও মৃত্যু-মিছিল চলছে। একই সাথে তিনি জানান শারীরিক স্বাস্থের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। অর্থনৈতিক বেহাল দশার কথা স্মরণ করিয়ে তিনি বলেন বহু মানুষ কাজ হারিয়েছেন। অনেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
তবে এদিন সরাসরি চীনের নাম করে করোনা ভাইরাস ছড়ানোর পিছনে চীনকে প্রত্যক্ষভাবে দায়ী করে তিনি বলেন বিভিন্ন তথ্যসূত্র অসমর্থিত বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়ায় যেসব লেখালেখি চলছে তা থেকে জানা যাচ্ছে চীনের উহান প্রদেশ থেকে করোনাভাইরাস ছাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র আগামীতে এ বিষয়টিকে খতিয়ে দেখবে বলে তিনি মন্তব্য করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584