ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনাভাইরাস নিয়ে উদ্বেগে গোটা বিশ্বে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সূত্র মারফত শুনতে পাওয়া যাচ্ছে এই বুঝি করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়ে গেল। কিন্তু এখনই সেই রকম কোনো সম্ভাবনা যে নেই তা স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ কর্তা ডেভিড নাবারো।
ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক সংস্থা, ডাক্তার, বিজ্ঞানীরা করোনা মোকাবেলার জন্য ৪২টি ওষুধ নিয়ে গবেষণা করছেন। এদের মধ্যে যদি কোন ঔষধ আশার আলো দেখায় তবুও তা বাজারে আসতে অন্তত ১ থেকে দেড় বছর সময় লাগবে।
Lockdown is the way of life for many at the moment, and it seems a terrible sacrifice and struggle. Now, we must prepare our #COVIDready societies. #COVID19 #FlattenTheCurve #Lockdown https://t.co/FQJZQouHEU
— Dr David Nabarro (@davidnabarro) April 17, 2020
আপাতত সামাজিক দূরত্ব রেখে জীবনযাত্রার মানোন্নয়ন পরিবর্তন করায় যে একমাত্র উপায় সেই কথা স্মরণ করিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই শীর্ষ কর্তা নাবারো জানান,”এটা ধরে নেওয়া ঠিক না যে, খুব শীঘ্রই করোনা ভাইরাসের কোনও কার্যকরী প্রতিষেধক তৈরি হয়ে যাবে। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন শিখতে হবে।”
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও উল্লেখ করেন,”সব ভাইরাসেরই যে নিরাপদ এবং কার্যকরী কোনও প্রতিষেধক তৈরি হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। এমন অনেক ভাইরাস আছে যাদের প্রতিষেধক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। সুতরাং আপাতত আমাদের এই ভাইরাসের বিপদের কথা মাথায় রেখেই জীবনযাত্রা বদলে ফেলতে হবে।”
উল্লেখ্য, ইতিমধ্যেই করোনাভাইরাস বিশ্বজুড়ে ছাড়ানো নিয়ে একাধিক কন্সপিরেসি থিওরি খাড়া করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের বিভিন্ন দেশ।আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন সরাসরি চীনের ওপর আঙুল তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এই ভাইরাস ছড়ানোর পিছনে চীনকে দায়ী করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ অর্থ অনুদান হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে দিত তা বন্ধ করেছে আপাতত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584