লকডাউন জারি হোক ‘ডোমেস্টিক ভায়োলেন্স’-এ

0
65

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লাগাতার লকডাউনে যেভাবে বাড়ছে মানুষের একঘেয়েমি, সেভাবেই বাড়ছে নারীর উপর অত্যাচার। সারাদিন বাড়িতে বসে আছেন কর্তা মশাই। আর তার কানে বাড়ির বউয়ের সম্বন্ধে মন্ত্রণা দেওয়ার লোকের অভাব নেই। একদিকে দুশ্চিন্তা অন্যদিকে মন্ত্রণা- দুইয়ে মিলে খেল দেখাচ্ছে বাড়ির বউয়ের উপর। আর তাতে ফায়দা লুঠছে বাড়ির অন্যান্যরা।

new video | newsfront.co

পাশাপাশি কর্মরতা ঘরগিন্নিটিও আজ সারাদিন ঘরে। তার সঙ্গেও খুটিনাটি বিষয় নিয়ে মতের অমিল হচ্ছে বাড়ির অন্যান্য সদস্যদের। কারণ সবার সঙ্গে সবার মতের মিল হতেই হবে এমন কোনও কথা নেই। ফলে, সমস্যা বাড়ছে সেখানেও। গিন্নির মুখে রাশ টানতে বলপ্রয়োগও করছে অনেকে। এই চিত্র যে সব ঘরেই দৃশ্যমান এমনটা নয়। তবে, একটু খোঁজ নিলেই দেখা মিলবে এহেন পরিবারের।

সমস্যা হল, মেয়েরা চুপ করে থাকতে বেশি ভালোবাসে। সমস্যাটা তাদের গোড়ায় লুকিয়ে আছে। এই শিক্ষা নিয়েই মেয়ে বড় হয়ে ওঠে যে – “মেয়েদের বেশি কথা বলতে নেই। গলা উঁচিয়ে প্রতিবাদ করতে নেই, স্বামীর মুখে মুখে তর্ক করতে নেই, শাশুড়িকে মাতা জ্ঞানে পুজো করতে হয়। মোদ্দাকথা, সকলকে সমঝে চলতে হয়। তা হলেই তো আদর্শ, পতিব্রতা, গৃহলক্ষী হয়ে ওঠা সম্ভব।…

আরও পড়ুনঃ লকডাউনে কর্মহীন, বন্ধু বিচ্ছেদ, অবসাদে আত্মঘাতী টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী

আচ্ছা একটা কথা বলুন তো, নারীর উপর অত্যাচার শুধুই কি তার শ্বশুরবাড়িতে হয়? রাস্তাঘাটে হয় না? নিজের বাড়িতে হয় না? সকলেই জানি এর উত্তর। এবার সময় এসেছে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আর চুপ করে থাকা নয়। ডোমেস্টিক ভায়োলেন্স-এর উপর এবার লকডাউন জারি করতে হবে। দোকানপাট, অফিস, শপিং মল, শুটিং ফ্লোর সহ আরও নানাস্থানের জন্য যদি লকডাউন জারি হতে পারে তা হলে নারী অত্যাচারের উপরে কেন জারি করা হবে না লকডাউন?

আরও পড়ুনঃ মিমির মানবিক উদ্যোগ

এই দাবি নিয়েই একটি ‘লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স’ নামের একটি সচেতনতামূলক ভিডিও বানিয়েছে ‘অক্ষর সেন্টার’। পাশে রয়েছে ‘ডেভিড অ্যান্ড গোলিয়াথ ফিল্মস অ্যান্ড স্বয়ম’। হিন্দি, মারাঠি, ইংরেজির পর এবার বাংলাতেও এল ‘লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স’ নামের ভিডিওটি। এই ভিডিওর বক্তব্য খুব সহজ।

নিজের বাড়িতে কিংবা আশেপাশের বাড়িতে নারীর উপর অত্যাচার হতে দেখলে রিপোর্ট করতে হবে মহিলা কমিশনের সহায়তা নম্বরে। চুপ করে মেনে নেওয়ার দিন শেষ। আর এই বক্তব্যগুলি ভিডিওতে বলছেন অপর্ণা সেন, আদিল হোসেন, কঙ্কনা সেনশর্মা, পরমব্রত চট্টোপাধ্যায়, রিচা শর্মা, ঊষা উত্থুপ, বিক্রম ঘোষ এবং জয়া শীল ঘোষ।

পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন- “মহিলাদের পাশে দাঁড়ানোর এই নতুন উদ্যোগে আমরা খুশি। আশা করি এই পথে আমরা অনেক মেয়ের পাশে দাঁড়াতে পারব। এই ভিডিওটি মেয়েদের অনেক উপকার করবে এ কথাও অনস্বীকার্য। ” ভিডিওর শেষে মহিলা কমিশনে অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here