নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূলের মদতে এলাকায় পাঁচ বছর ধরে ভুয়ো ডাক্তারির প্রতিবাদে চিকিৎসাকেন্দ্রে তালা ঝোলাল গ্রামবাসীরা।নেই কোনো বৈধ কাগজপত্র।বাড়ির লোকে জানে না ডাক্তার কি না।
তবে গ্রামবাসীদের অভিযোগ বর্তমান শাসক দলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার মান্না গ্রামে চুটিয়ে ব্যবসা করত এক ভুয়ো ডাক্তার।অভিযুক্তের নাম তুফান নায়েক।বাড়ি বেলদা থানার অন্তর্গত মান্না গ্রামে।
গ্রামের এক কোনায় তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছেই পাঁচ বছর ধরে ওষুধ বিক্রি এবং হাতুড়ে ডাক্তারি করত সে।তবে তার বৈধ কাগজপত্র এবং ডাক্তারি প্রমাণপত্র গ্রামবাসীরা দেখতে চাইলে এলাকা ছেড়ে পালিয়ে যায় তুফান নায়েক।তবে তার পরিবারের দাবি একজন প্রাক্টিসনার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করত সে।আর নিজের এলাকায় রক্তের নমুনা সংগ্রহ করত।
আরও পড়ুনঃ তৃণমূল নেতাদের গোপন সাহায্যেই এসেছে জয়,দাবি বিজেপির
পুলিশকে মুখেই জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ বাহিনী।পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পরে তুফান নায়েক ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পুলিশি হস্তক্ষেপে নিজের চেম্বার খোলে তুফান নায়েক এবং তার ডাক্তারির সপক্ষে নথি দেখায় পুলিশ এবং সংবাদমাধ্যমকে।
তার অভিযোগ তৃণমূল সমর্থক বলেই তার ব্যবসা বন্ধ করতে চাইছে কিছু মানুষ।উভয়ের পক্ষ থেকে বেলদা থানায় অভিযোগ জানাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584