প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের কারনে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে আটকে পরেছে প্রচুর পণ্যবাহী ট্রাক। ডালখোলা থেকে পূর্ণয়া মোড়ের দিকের সমস্ত ধাবা বা সড়কের ধারে ট্রাকের বিশ্রাম নেওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। কোন ট্রাক গুয়াহাটি বা কোন ট্রাক উত্তর প্রদেশ যাচ্ছিল। কিন্তু তারা যখন মাঝপথে তখন হঠাৎ প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ঘোষনা করায় পুলিশ ট্রাকগুলোকে ৩১ নম্বর জাতীয় সড়কে থামিয়ে দেয়।
আরও পড়ুনঃ ওয়ার্ডের মানুষের জন্য হোম ডেলিভারি নম্বর বিলি রায়গঞ্জের পুর কাউন্সিলরের
কিন্তু এরপর থেকে প্রচন্ড দূর্ভোগে পড়েছেন ভিনরাজ্য থেকে আসা ট্রাকের চালক-খালাসীরা। যেসব ট্রাকে অত্যাবশ্যকীয় পণ্য ছিল, সেগুলি লকডাউনের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারলেও মাঝপথে থেমে থাকতে হয়েছে অন্য ট্রাকগুলিকে। এইসব ট্রাকের ড্রাইভার,খালাসিরা জানিয়েছেন, তাঁদের সঙ্গে খাবার যা ছিল সেসব শেষ হয়ে গিয়েছে। অপরিচিত জায়গায় বাজার অনেক দূরে।
তাছাড়া, পানীয় জলের অভাবে প্রচন্ড সমস্যাতে পড়েছেন তারা। তারা দাবি তুলেছেন, যেভাবেই হোক, তাদের নিজের গন্তব্যে যেতে দেওয়া হোক। এবিষয়ে করনদিঘি ব্লকের এক আধিকারিক জানিয়েছেন, ডালখোলার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রাক দাঁড়িয়ে থাকার কোন খবর প্রশাসনের কাছে পৌঁছয়নি। আটকে যাওয়া ট্রাকের ড্রাইভার-খালাসিদের জন্য প্রয়োজনীয় খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584